যে কাজগুলো করলে সন্তান বাধ্য হতে পারে,,,,
1.সন্তানকে সারাদিনে অন্তত একবার জড়িয়ে ধরে আদর করা।
2. সারাদিনে অন্তত একবার একসাথে বসে খাবার খাওয়া।
3. গল্প করা, গল্প শোনানো, খুঁনসুটি করা ও খেলাধুলায় সময় দেওয়া।
4. শাসন করার পর অবশ্যই কাছে ডেকে বোঝানো এবং আদর করে দেওয়া।
0 মন্তব্যসমূহ