১) আর্থিক স্বচ্ছলতা শুধুমাত্র আয়ের উপর নির্ভর করে না। আপনি কীভাবে, কোথায় ব্যয় ও বিনিয়োগ করছেন সেটিও গুরুত্বপূর্ণ।২) পৃথিবীর ভয়াবহ নেশা হলো যেমন আছি তেমন থাকার নেশা। এই কোমফোর্ট জোনে থেকে জীবনে সমৃদ্ধি আনা খুবই কঠিন।
৩) নিজের জীবনের সাথে অন্য কারো জীবন কখনো তুলনা করবে না।
৪) চারপাশের সবাইকেই খুশি করার চেষ্টা করবেন না। এটা কখনো সম্ভব না, বরং তা করতে গিয়ে নিজের অস্তিত্ব সংকটের মুখে পড়বে।
৫) যদি কোন কিছু আপনাকে আপনার স্বপ্ন থেকে দূরে ফেলে রাখে, তা হলো আপনার মনোবল ও ইচ্ছাশক্তি।
৬) অন্যেরা কী ভাববে শুধু এটা ভেবেই, কোটি কোটি মানুষ তাদের সফলতার রাস্তা থেকে ছিটকে পড়ে।
৭) ভাবতে ভাবতে সময় নষ্ট না করে, ছোট করে হলেও সেই ভাবনাটাকে কাজে রুপ দিন।৮) ব্যর্থতা স্বাভাবিকভাবে গ্রহণ করুন। যতবার ব্যর্থ হবেন, পরেরবার আরো বেশি উদ্যোমে সফল হতে চেষ্টা করুন৯) আপনার নিজের নিয়ন্ত্রণে থাকা সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময়। এটার সর্বোচ্চ ভালো ব্যবহার নিশ্চিত করতে হবে১০) নিজেকে ভালোবাসুন নিজের শরীর ও মনের যত্ন নিন। নিজে ভালো থাকলেই জীবনে অন্য বিষয়গোলো আসবে।
0 মন্তব্যসমূহ